গুল্মলতার পথ
============
পথ তোরে আজ হতে দিয়েছি বিদায়
পড়ে থাক লতাগুল্ম যত ঘাসফুল
আর যেন কিছুতেই ভোলেনা এ মন
সংসার পরিতোষে করি না আর ভুল ।।
সেই কবে ডেকেছিলি রাতভোর হতে
কি যে মায়া দুইচোখে দিয়েছিলি মেখে
বুঝে গেছি সব পথ কুয়াশায় মাখা
রোদ এসে সব রঙ দিয়েছিলো ঢেকে ।।
যদি ফিরে যাই তবে ডাকবি না পিছু
ভুলে যা আমি আর নই তোর কেহ
বৃথা আর বিরাগের পথ হোক সারা
সংসারে র’বো পড়ে দিয়ে মায়া স্নেহ ।।
এতকাল মিশেছিলি ধূলো মেখে গায়ে
কেটে গেছে কতশত মিছে রাত ঘুমে
কোন ছলনার বশে আনলি বাহির
উচাটন মন বেঁধে অধরায় চুমে ।।
কণ্ঠে বেঁধেছিলাম বিষাদের সুর
উদাসী চোখ কারে খুঁজে দিন রাতি
অবহেলায় রূপ-গুণ হয়েছি বিমুখ
সংসার পরিজন ভুলে যশঃ খ্যাতি ।।
বৈরাগ্য ছেড়ে ফিরি আপনার ঘরে
আর পথ পিছু ডেকে হইওনা বিমুখ
থাকো তুমি কুয়াশায়, ধূলিঝড় লয়ে
চার দেয়ালের মাঝে খুঁজে নেবো সুখ।।
ঘাস ফুল লতাগুল্ম রয়ে যাবো তোর
কত পথিক হেটে যাবে এই পথে রোজ
নিরালায় বসে র’বো জানালার ধারে
তার কাছেই নিশ্চয় নেবো তোর খোঁজ ।।
১৮ সেপ্টেম্বর, ২০১৭
ঢাকা বাংলাদেশে।