.....বৃষ্টি রানীর গহনা.....
গহনার কিশোরী ছোট্ট মেয়েটি রোজ সন্ধ্যায়
বসে থাকে মায়ের ঘরে ফেরার অপেক্ষায়।।
সময় ফুরিয়ে যায়, রাত নামে তার চারপাশে
মা তবু সাঁঝের আগে ঘরে ফিরে না আসে ।।
মায়ের ভীষণ কাজ, সারাদিন এবাড়ি-ওবাড়ি
তাই মেয়ের কাছে ফেরা হয়না তাড়াতাড়ি ।।
নিরব নিস্তব্ধ হয় পথ ঘাট, রাত হয় তত গভীর
মা গহনা এগোয় আর ছেড়া আঁচলে ঢাকে শরীর ।।
বুনো শিয়াল যত ডাকে অন্ধকার পথের মোড়ে
ঝুপের আড়াল থেকে কে যেন পথ আগলে ধরে ।।
ভয়ে কেঁপেকেঁপে উঠে গহনার ক্লান্ত দেহ-মন
নিজেকে বাঁচাতে নিজেই লড়াই করে প্রাণপণ ।।
রাতের কালো সবটুকু তার ছেয়ে থাকে মন জুড়ে
সব বাধা পেরিয়ে সবদিন কি ফিরতে পারবে ঘরে !!
ঘরের কোণে জ্বলে আর নিভে মায়ের আশার বাতি
মেয়েকে বুকে জড়িয়ে পাড় করে সবটুকু রাতি ।।
ক্লান্ত গহনা দেখে বারবার নিজের সন্তানের চোখে
আরেক গহনা বেড়ে উঠে কিশোরী মেয়ের মুখে ।।
৬ জানুয়ারি ২০১৬ ।।