ঘুম ভাঙ্গার পর যদি দেখি-
বদলে গেছে আমার চারপাশ ;
মৃত্যুর আতঙ্ক ছাপিয়ে
সবখানে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।
যদি দেখি ঘুণধরা সমাজে
সহসাই সৌহার্দ উঠেছে গড়ে;
ঈশ্বরের পায়ে নোয়াবো মাথা
নিজেকে মানুষ জন্মের তরে ।।

যদি ছাতিমের ফুল ফোটে ডালে
শিশিরের গন্ধে ভরে যায় প্রভাত;
আমি নিশ্চিত, ঝড় ক্ষান্ত হবে
নিভে যাবে হৃদয়ের পোড়াখাত ।।

ঘুম ভাঙ্গার পর যদি দেখি-
কবিতার হাসিতে আকাশ অনাবিল
প্রত্যুষে কণ্ঠে তুলে ল’বো সেই গান
যে গানে স্রষ্টায় নিমগ্ন সমগ্র নিখিল ।।

আর যদি দেখি-
ক্রমশঃ দুঃখ-ক্লেশে বিপন্ন প্রজাতি
দুর্দশায় বাতাস থাকে বৈরী;
তবে-
আজই সকলের ঘুম ভাঙ্গার আগে
আমি মরে যেতেও তৈরি ।।

২৩/১১/২০২০