ফিরে যাওয়া
এখনও তো সময় হয়নি ফিরে যাবার
এবেলায় মাঝি এলে কেন এই ঘাটে
এখনও তো কাজ হয়নি সকল সারা
আসেনি তো সাঁঝ সূর্য নামেনি পাটে ।।
আরও কত পথ সমুখে রইল বাকী
অদেখা স্বপন রইল চোখের বাহিরে
কত দেশ কাল মেটেনি দেখার সাধ
এখনই মাঝি বলোনাকো যেতে ফিরে।।
সবে হলো ভোর শুকায়নি শিশির ঘাসে
পাখি গেল ডেকে দূর আজানায় বনে
এখনও জমেনি উঠোনে রোদের খেলা
পাখিটা এখনও ফেরেনি ঘরের কোণে ।।
কত পথ-ঘাট-নদী, সুদূরের নীলিমা
ভেবেছি আজ ছুঁয়ে যাই মৃদু পায়ে
ফিরে যাও মাঝি এবেলায় অন্য ঘাটে
সব কাজ শেষে ফিরবো পরের নায়ে ।।
আজও দেখিনি, যাকে ভাবি রাতদিন
শুনাইনি আজও কত সাধে বাধা গান
মমতায় ভরা সাজানো অঞ্জলী ডালা
হবে কি সব মলিনতায় অবসান !!
আর একটি দিন রই মাঝি এইখানে
সময় হলেই ডেকে নেবো এই তীরে
সকল বাঁধন ভুলে যাবো একেবারে
যাবো দুইজনে সব কোলাহল ছেড়ে ।।
ঐ পারে জানি থাকবেনা কোন রেশ
হৃদয়ে আর বাড়বে না ব্যকুলতা
না জাগুক রবি, থাকবেনা কোন খেদ
আকাশ জুড়ে বয়ে যাক নীরবতা ।।
১২ সেপ্টেম্বর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।