ফিরে এসো কবি !!
মুছে যাক অনিষ্ট-ক্ষত;
অশুভ ঘূর্ণি হোক শান্ত;
বুকে বাজুক প্রশান্তির নিঃশ্বাস!!
ফিরে আসুক প্রাণবায়ু;
আবার শুরু হবে শব্দের গুঞ্জন;
এই আমার ঈশ্বরের প্রতি
গভীর প্রত্যাশা, দৃঢ় বিশ্বাস !!!


ঘুরে দাঁড়াও আরও একটিবার
করো চূর্ণ অযোগ্য বোধের অসম অহংকার!!
অস্ত্রের সামিল হোক ঐ দুটো হাত
হুঙ্কারে থেমে যাবে সকল সংঘাত।।
ফিরে এসো কবি তোমার সুগন্ধি উপবনে
এই আমার অন্তরের মিনতি-
জানাই তব শ্রী চরণে ।।


(একজন অসুস্থ কবির সুস্থতা কামনায় আমার আজকের এই লেখা)
৬ সেপ্টেম্বর, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।