ফিরে আসি বারবার
========
যতদিন যাবে তোমাদের মাঝে, রয়ে যাবো ভালবেসে
কখনো বা মেঘ, কখনো বৃষ্টি, রৌদ্র-ছায়ার বেশে ।।
যেখানে সবুজ পথ মাঠ ঘাট,   চৈতালী ফসল ফলে
কিংবা নদীর কিনারে যেথায়,  ছেলে খেলে দলেদলে ।।

গল্পের মাঝে, কবিতা-ছড়ায়, শিশুদের  পাঠশালায়
ছোট্ট কুটিরে কখনো গন্ধে, গরম  ভাতের থালায় ।।
কখনো উৎসবে হবো ফানুস, কখনো রঙিন  ঘুড়ি
লাটাই ছিড়ে ছুঁয়ে আসবো, নীল আকাশের বাড়ি ।।

ঝড়ের দিনে গাঁয়ের বধুর,  বাতাসে ওড়ানো আঁচল
ভেজা উঠোনে কখনো শিশুর, হাতে মাখা কাদা-জল
কখনো নিরব কখনো উচ্ছল,  মিছিলে বা রাজপথে
তপ্ত দুপুরে কখনো বা ফড়িং, কৃষকের ধানক্ষেতে ।।

মেঘঢাকা রাতে আড়ালে রবো, দূরের ঐ শুকতারা
নির্জন বনে কখনো জোনাকী, রাতভর দিই  পাহারা ।।
রাখাল ছেলের বাঁশিটি হবো, সুরেসুরে যাবো ভেসে
বাউলের দল যেথা বসে গায়, সেইখানে রবো মিশে ।।

ইচ্ছে হলেই মিলবো শিশিরে, দুর্বা ঘাসের ডগায়
কখনো ঢেউ ছুঁয়েছুঁয়ে যাবো, পুকুরের পদ্ম পাতায় ।।
গল্প আসরে সকলের মাঝে, বসে রবো কাছাকাছি
এমনি করেই আলোতে আঁধারে, বারবার মরি বাঁচি ।।

ভুলে কি গেছো সেই সোহাগী, তোমাদের পাড়ায় মেয়ে
ফিরবনা ভেবে কাফনে জড়ায়ে,  কবরে দিলে শুয়ে ।।
কবরের মাটি সারা দেহে মেখে, দিন রাত জেগে রই
ভেবো না, আমি নই অচেনা, তোমাদের কেহ হই ।।

তখনও থেকেছি দুঃখ সুখের, তোমাদের হাসি মেলায়
এখনও আমার সকল বেলা, সেভাবেই আসে যায় ।।
ডেকে নিয়ে যায় ঐ পাড় আমায়, তবু বারবার ফিরি
ভুলতে পারি না এত মায়া প্রেম, ছাড়তে পারিনা বাড়ি ।।

৩১ জুলাই, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।