ফাগুনের বন রাঙায়ে এলো
ভালোবাসার সুপ্রভাত
সুরে ও বাণীর মধু বন্ধনে
বাঁধি মিলায়ে হাত ।
ফুলের বনে পরাগ বৃন্তে
মধু অঞ্জলী মাখা;
সোহাগে ভরে ভ্রমর-পক্ষী
মেলিছে দুদুল পাখা ।
বৃক্ষ তলে বাজে যে বাঁশি
নিয়ে যায় বহুদূরে
ব্যথার বদন সিঁদুর মেখে
মনহারা হয় সুরে ।
মনের কোণে হর্ষ মিলাতে
ফুলের কাছেতে আসা
মেঘ-বৃষ্টির বাদল ধরায়
মিশে থাক্ ভালোবাসা ।
সবুজ পাতায় নব্য ছায়ায়
সুগন্ধ থাকুক বাতাসে
অন্তরখানি মায়া-মৃদুতায়
ভরা থাক বারোমাসে ।