হে ঈশ্বর!
এ কেমন তোমার অভিলাষ
চারিদিকে ত্রাহি ত্রাহি রব
শকুনেরা করে মৃত্যুর উল্লাস!
ডাকি অভাজন- যাচি তোমার দরশন
শোনো নাকি ঘরে ঘরে
নিপীড়িত মানুষের ক্রন্দন!
দেবালয়ে নিভে যায় প্রদীপ রাহুর বাতাসে-
দেখনা তুমি খড়্গহস্তে লয়ে ধেয়ে কে আসে?
ধোঁয়াশায় ছেয়ে গেছে মন
কেউ করে না তোমার ভজন।
অধর্ম করে বেড়ায় সকলে আজ
পথে পথে ছড়িয়ে থাকে রক্তের কারুকাজ!
আজ বড় সংশয়ে, থাকি ভয়ে ভয়ে
কে নিবে বলো এত বিষাদের ভার
মানুষের নিষ্ঠুরতার করো দেখি বিচার!
নাই যদি পারো-
তবে বন্ধ করো করুণার দ্বার।।
কিছুতেই মানে না মন
তোমার শক্তির ধার বুঝিনা কেমন
জানি না কী তোমার অভিলাষ
পার নাই রাখতে ধরে
তোমার মুখ চেয়ে ফুরিয়ে যায়
ঘুমন্ত শিশুর বুকের শেষ নিঃশ্বাস!