এসো হে বঁধু
======
এসো হে বঁধু হাত দুটি ধরো
বসে থাকি কাছাকাছি ;
আর সব ভুলি, মনে থাক শুধু
তুমি আছ, আমি আছি ।।
এসো হে প্রিয় প্রাণ খুলে গাই
দু'পায়ে ছন্দ তুলি ;
চলো চলে যাই মেঠোপথ ধরে
সংসার মায়া ভুলি ।।
নাই হলো সারা ছিল যত সাধ
অভিমান যাক টুটে;
চেনা পথ ছাড়ি অজানার পথে
চলো চলে যাই ছুটে ।।
এসো হে সখা, ভাসি দুইজনে
বিপুল তরঙ্গ মাঝে ;
কোলাহল ছাড়ি, বৃষ্টির যেথায়
নূপুরের ধ্বনি বাজে ।।
১৬ জানুয়ারি, ২০১৮
ঢাকা বাংলাদেশ।