এপার ওপার
এপার ওপার বইছে ফাগুন হাওয়া
আমরা দুজন বসে দুইটি তীরে
মনে মনে ভাসাই সুখের ভেলা
হাজার কথা তীরে এসে ভিড়ে।।
রোজ নদীতে জোয়ার ভাটা আসে
কত ঢেউয়ে ভাঙে এপার ওপার
কারো সাথে হয়না তো আর দেখা
কেবল আশায় বইছি ব্যথার ভার।।
আকাশ যখন কালো মেঘে ছায়
দুকূল বেয়ে ছুটে জলের ধারা
তারও বেশি বর্ষা ঝরে চোখে
কাছে পেতে হইযে দিশেহারা।।
নদীর জলে জোৎস্না ঢলে যখন
তার কথা যে শুধুই মনে পড়ে
এমন করে যায়না তো আর থাকা
মনের দুকূল ভাঙ্গে ব্যথার ঝরে ।।
দুইটি তীরে দাঁড়িয়ে থাকে পাহাড়
মনের কথা শুধাই তারই কাছে
বন্ধু আমার ঐ পাড়েতে একা
সেথায় যাবার পথকি জানা আছে ?
নদীর জলে নাও বেয়ে যায় মাঝি
তারই নায়ে সওদা শুধুই ধরে
আমার কথা হয় যে ভীষণ ভারি
এ ভার স্রোতে বইবে কেমন করে !!
স্রোতের টানে কত যে গান ভাসে
কত যে ঢেউ আছড়ে পড়ে বুকে
ইচ্ছে করে যাক শুকিয়ে নদী
এক পাড়েতে দুজন থাকি সুখে।।
২৮ ফেব্রুয়ারি, ২০১৭।