একটা কবিতা বড় বেশি প্রয়োজন
থামাতে আগুনের বিদ্রোহ
মিটাতে ক্ষুধা-মান্দ্যের জ্বালা
লঙ্ঘিতে দুঃখের অনশন ।।
একটা কবিতা বড় বেশি প্রয়োজন
সরাতে মাদকের উপদ্রব
ভাঙ্গতে অনর্থের জুলুম
রুধিতে দুষ্টের শাসন ।।
একটা কবিতা বড় বেশি প্রয়োজন
ঘটাতে আলোর উন্মেষ
কাটাতে অধর্মের ঘোর
থামাতে দাম্ভিকের আস্ফালন ।।
একটা কবিতা বড় বেশি প্রয়োজন
করতে সৃষ্টের আরাধন
বাড়াতে গুণের শোভন
আর, সেবিতে সর্বজন ।।