প্রতিটি দিন আমার কাছে
একই ভাবে আসে -
সকাল হলেই ছুটে বেড়াই
দু:খ ভোলার আশে ।।
তোমরা যখন মনের সুখে
বেড়াও হেসে খেলে -
আমার হাসি যায় হারিয়ে
পেটে ক্ষিধে পেলে ।।
সবাই বলো সূর্য নাকি
অন্ধকারের আলো -
ক্ষুধার্ত দিন আমার কাছে
রাতের চেয়েও কালো ।।
তোমরা যখন স্বপ্ন বুনো
বৃষ্টি ঝরা দেখে -
স্বপ্ন আমার ডুবেই মরে
বর্ষা দেখে চোখে ।।
দিন ফুরোলে সবাই ফেরো
ঘরের ঠিকানায় -
খাবার পেলে দিন-রাত্রি
কিবা আসে যায় !!
ভাতের থালাই আমার কাছে
মস্ত এক পৃথিবী -
এই খানেতেই আকাশ দেখে
আঁকি চাঁদের ছবি ।।
ইচ্ছে আমার নয়কো বড়
নয়তো অনেক দামী -
ফেলে দেওয়া এক মুঠো ভাত
পাই যেন গো আমি ।।
তাতেই আমার দিন ফুরোবে
রাত্রি হবে পাড় -
তোমার কাছে এর চেয়ে বেশি
চাইনা কিছু আর ।।
১৭ জানুয়ারি ২০১৬।