এখানে অনেক লোকের ভীড়,
বিশাল আয়োজন;
তারই মাঝখানে দাঁড়িয়ে তোমায় খুঁজি-
হয়ে অন্যমন।।
বেলা বয়ে যায়, সময় হয়না ফিরে তাকাবার ;
এখানে ভক্তেরা তোমায় আগলে রাখে বারবার।।
দূর থেকে ভেসে আসে সেই চেনা গন্ধ ;
মনে পড়ে, তুমি আর আমি
দরজা জানালা বন্ধ ।।
ঐ এক নাম শুধু তোমারই, বাজে সকলের মুখে;
ঐ মুখে কেবল দুঃখ কুড়াই, এ কোন্ সুখে!!
এখানে বিশাল আয়োজন, আনন্দ কোলাহল
আমার চোখে কেবল জল টলমল।।
ধ্বনিত হয় তোমার নাম, বাজে করতালি ;
শুকিয়ে মরে আমার হাতে গন্ধভরা বেলী।।
সেই চেনা গান, শুনি কী মধুর মুখের বুলি
এ তো আমারই কবিতা, এলোমেলো ভাবনাগুলি ।।
সময় বয়ে যায়- আমি হারিয়ে যাই ভীড়ে ;
বুঝিনি কখন ফিরে গেছ তুমি নৌকা বাধা তীরে ।।
আবার যদি হয় এমনি আয়োজন-
আবারও দাঁড়িয়ে র’বো
এখনও তোমাকে আমার বড় প্রয়োজন......
রচনাকাল: ৫ মার্চ, ২০১৮