এই দিন
ঘুরে ফিরে আবার এই দিন আসবে ;
আবার প্রদীপ জ্বলবে;
ঘর মাখামাখি হবে ফুলের সৌরভে;
কোলাহলে ভরে উঠবে ঘর দুয়ার বারান্দা
তুমি নির্দিধায়, নিঃসংকোচে স্বেচ্ছায়
খুলে দেবে আমার হাতের বাঁধন
সেই পুরানো পায়ের জমধরা শৃঙ্খল ।।
ঘরের এক কোণে রাখা পিয়ানোর বুক ছিড়ে
এবার বিদায়ের সুর বাজবে
সকলের চোখ ছলছল করে উঠবে
আলো জ্বলবে আর আস্তে অাস্তে
মোম গলে পাহাড় জমে উঠবে মোমদানীতে
বাইরের বাতাসের স্পর্শে জন্মদিনের কেকটি
যেভাবে গলতে শুরু করেছিল-
ঠিক সেইভাবেই আমার চারপাশের মানুষগুলোর
কঠিন হৃদয় গলে জলে পরিণত হবে
সেই জলেই ভেসে চলবে আমার সোনার নাও
ভাসতে ভাসতে চলে যাবে দূরে....
সকলের চোখের আড়ালে....
নতুন করে আবার ফিরে আসবে পুরনো এই দিন
সেদিন দেয়ালে পেরেকে শক্ত করে
বাঁধা থাকবে কেবল এই ছবিটি
আর কেউ আসবেনা এই শূন্য ঘরে
কেবল ছবির চারপাশে ঘুরে ফিরবে
শান্ত সিগ্ধ বাতাস আর আমারই গাওয়া
প্রথম ও শেষ গানের সেই সুর
ভালবাসি.......আজো তোমায় ভীষণ ভালবাসি !!!!
৯ ফেব্রুয়ারি, ২০১৮