এই যে বেঁচে আছি-
এই বেঁচে থাকা কেবল কবিতার জন্য
আর কোনো পিছুটান নেই-
মায়া নেই-
নেই বন্ধনের কোনো চিহ্ন ।।
ছিলো যত সুখ-আনন্দ-
তারে দুঃখের সাগরে দিয়েছি নির্বাসন;
অন্ধকার কুটিরে নিয়েছি চির আশ্রয়
নির্ভয়ে পেতেছি আসন ।।
এখানে মেলে না চাঁদের আলো
আসে না সূর্যের প্রভাত
এখানে কেবল বৃষ্টির শব্দে কবিতা আসে
দারুন নিঃশ্বাসে করে যায় আঘাত ।।
এই বেঁচে থাকা কেবল কবিতার জন্য
চারিদিকে মৃত্যুর হাতছানি
মেলে দিই দুই বাহু- তারেও আমি জানি।
আসে আসুক, লইবো মৃত্যুর স্বাদ
এভাবে ঘুচে যাক জীবনের অবসাদ ।।