বৃষ্টি রানীর
ইচ্ছে ডানা
---------
সূর্য এলো রাত পোহাল
উড়ল পাখির ছানা -
ইচ্ছেগুলো মনের ঘরে
মেললো দুটি ডানা ।।

দ্বারে এসে কড়া নাড়ে
ঘাস ফড়িংয়ের দল-
সময় কিন্তু যাচ্ছে বয়ে
এবার কাজে চল্ ।।

সারাদিনের কাজগুলোকে
জড়ো করি হাতে -
জেগে ওঠা ইচ্ছেগুলোও
চলে সাথে সাথে ।।

সময় থাকতে বেড়িয়ে পড়ি
সময়ের হাত ধরে-
ইচ্ছেগুলো পূরণ করেই
ফিরে আসবো ঘরে ।।

দিনের শেষে নৌকা যেন
ঘাটেই ফিরে আসে -
সেই আশাতে নৌকা আমার
স্রোতের টানে ভাসে ।।

৭ সেপ্টেম্বর ২০১৫।