যদি বন্ধ করো এই অভিশাপ প্রভু
থামাও মৃত্যু মিছিলের হাহাকার
প্রনামী মিলবে ভক্তের হৃদয় হতে
মন্দিরের দরজা খুলে যাবে আবার।।
আবার প্রাতকালে ফুল তোলা হবে
প্রথম অঞ্জলী দেবো তব নাম নিতে নিতে
এবার ঝড় থামাও সুখের বৃষ্টি ঝরাও প্রভু
চরন ধৌত করে দেবো ভক্তি ও গীতে ।।
শংকিত দুই চোখের শোনো এই আকুতি
ঘুচাও আশিষ দানে যত শোক-পরিতাপ
তোমার স্পর্শে সরাও যত রোগ-ব্যাধি
ক্ষমা করো পাপ, তুলে নাও দণ্ড,
এবার ঘুচাও অভিশাপ ।।