এই শহরে তোমার-আমার আর হবে না দেখা
এই শহরের অস্তরাগে জমবে না আর গান
এই শহরের কোলাহলে আর হবে না লেখা
দুঃখ-সুখের কাব্য-কথায় জীবন উপাখ্যান ।।
এই শহরে তোমার-আমার ছুটি হলো শেষ
এই শহরে ভুলবে সবাই তোমার-আমার নাম
এই শহরে ফুরিয়ে গেছে প্রণয় রাগের রেশ
ভাগ্যাকাশে উদয় হলো কালের মধ্যযাম ।।
এই শহরে মুছে যাবে বৃষ্টি-মেঘের স্মৃতি
এই শহরের পোড়ামাটি দগ্ধ-শোকে ম্লান
এই শহরে বাজবে না আর মর্মবাণীর গীতি
পদ্ম পাতায় মড়ক এসে মাড়িয়ে গেছে প্রাণ ।।
এই শহরে করবে না কেউ তোমার-আমার খোঁজ
এই শহরে পড়বে না আর ব্যথার দীর্ঘশ্বাস
এই শহরে পূজোর ঘরে ঘণ্টা বাজবে রোজ
তাঁর চরণে রাখবো না আর গোপন অভিলাষ ।।
এই শহরে তোমার-আমার নাইবা হলো দেখা
এই শহরে ছড়িয়ে যাবো কাব্যকথার ঘ্রাণ
দেয়াল জুড়ে এঁকে যাবো প্রেমের চিত্ররেখা
শেষ সংগীতে জীবন তবে হোক আজ অবসান ।।
রচনাকাল : ৮ আগষ্ট, ২০২০