আমারে তুমি রাঙিয়ে দিয়ে
চলে গেলে বহু দূর;
সব রঙ মুছে ফিকে হলো আজ
রয়ে গেছে শুধু সুর ।।
সেই সুর বাজে, বুকের মাঝারে
না পাই তোমার সাড়া;
আছো কি তুমি উজ্জ্বলতম
দূর আকাশের তারা ?
সংসার মাঝে, তবুও কাজে
তোমারে যে খুঁজে মরি;
অলক্ষ্যে এসে না দাঁড়াও যদি
ডুবে যাবে এই তরী ।।
তোমায় ছাড়া সকলই আঁধার
ম্লান মুখ, চোখে জল;
আমারে ভুলতে হে পাষাণ কবি
করেছো কি বলো ছল্ ?
জগতের প্রতি নেই কোনো মোহ
নেই আর বাঁচার সাধ;
আমারও মৃত্যু হয় যেনো প্রভু
করো সেই আশীর্বাদ !!
কবিতা: দূর আকাশের তারা
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের
জন্মদিন উপলক্ষে রচিত
রচনাকাল: ২৫শে বৈশাখ, ১৪৩০!
৭ মে, ২০২৩।