দুঃখ নিয়ে বাড়াবাড়ি, চলছে অবিরত
হাসির ছলে অধর সুধায়, দুঃখ লুকাই কত!
অভাব এসে দুয়ার পরে, দিচ্ছে যত ডাক
শূন্য পালে বিষম হাওয়ায়, দুঃখ ডুবে যাক্।
বজ্রাঘাতে স্বপ্ন ভাঙ্গেও, গড়ি আপনারে
দীর্ণ বক্ষে বাজাই যে বীণ, পূজার অলঙ্কারে।
চোখের জলে কাঁদে যে প্রাণ, বিমর্ষে মুখ ভার
দুঃখ কুড়াই স্বর্ণসম, গড়ি মুক্তাহার।
দুঃখ নিয়ে বাড়াবাড়ি, থাকবে চিরদিন
দুঃখ গীতে হউক দুঃখ, ধূলার পরে লীন।