ধর্মভীরু
কে বা হিন্দু কে বা মুসলিম
কি আসে যায় তাতে
একই দেশে জন্ম-জীবন
বাঁচি একই ভাতে।
একই আলো পাই সকলে
একই পথে হাঁটি
জাত বিচারে ভাগ কি হবে
বাতাস কিংবা মাটি?
মায়ের জাতের হয়না বিভেদ
বর্ণে কি বা ধর্মে
পুত্র জনম গর্ভে ধরে
একই রকম কর্মে।
জাতের যারা বিভেদ করে
তারাই তো বজ্জাত
কুমন্ত্রণায় দেখায় শুধু
ধর্মের অজুহাত।
মন্দিরে যে বসত করে
সেই ঈশ্বরে মানি
বসলে এসে নামাজ ঘরে
আল্লাহও শোনে জানি।
চোখের জলের দুঃখ একই
রক্তে বিভেদ নাই
মৃত্যু পরে গুণ বিচারে
স্বর্গ-নরক পাই।।
সকল জীবের সৃষ্টা একই
ভক্তি ভিন্ন মতে
সকল জীবের একই ত্রাতা
সুস্থ করেন ক্ষতে।।
ধর্মহীনের হিংসা কেবল
পরের ধর্মে ক্ষোভ
ভ্রান্ত জ্ঞানে করে শুধু
স্বর্গ লাভের লোভ।
মানবকুলে ক্ষুদ্র, যারা
ধর্মদ্রোহে মাতে
সেই তো আসল ধর্মভীরু
ভাগ করে না জাতে।

বৃষ্টি রানী
মিনু গরেট্টী কোড়াইয়া