গান ও কবিতা
স্বপ্ন-সুখে ধন্য নারী, থাকুক আপন নীড়ে
আলোর বলয় সব নারীকে, থাকুক সদা ঘিরে ।।
নারী তুমি সংসার মাঝে  রাখো কুলমান
ধন্য নারী, তোমার জন্য জগত মহীয়ান ।।
একটি নারী মূল্য অতি, মা ও কন্যারূপে
সংসারকে সাজায় বধু, পূজার গন্ধ ধূপে ।।
সকল দুঃখ ভোলায়, গড়ে, শান্তি নিকেতন
এমন নারী হয় ঈশ্বরী, আর্তজনের স্বজন ।।
জগত জুড়ে উচ্চ শিরে, নারীই প্রতিবাদী
এই নারীকে অন্ত:পুরে, মায়ার ডোরে বাধি ।।
নারী জন্ম ভাগ্য অতি, সকল সৃষ্টির শ্রেয়
হিংসা-রোষে, কারো কাছে, না হোক নারী হেয় ।।
কর্মগুণে যোগ্য নারী, যুগের পরম্পরায়
নারীই গড়ে সুস্থ্য জীবন, পরম বিশুদ্ধতায় ।।
ভালোবাসার পংতিমালা, কবিতার সম্ভার
নারী তুমি জতগত্রাতার, শ্রেষ্ঠ উপহার ।।


কবিতাটি আমার প্রিয় ও শ্রদ্ধার মানুষ অনুভূতি সিনহা, অধ্যক্ষ, ওয়াইডাব্লিউসিএ স্কুল এর প্রতি জন্মদিনের শ্রদ্ধা নিবেদনে রচিত।