বড় সাধ করে গোধূলী বেলায়
গিয়েছি তোমার নিভৃত দ্বারে
সলাজ ভোষণে স্বপ্নের ভেলায়
বাজায়ে বেণু হৃদয় আগারে।।
শুনেছি যখন বৃষ্টির আভাস
তাতেই ভুলেছি সকরুণ ভার
রক্তরাঙে ভরেছিল আকাশ
আলোক ধারা গৃহে অনিবার ।।
কোথা হতে তুমি ঝড়ের বেগে
বাজালে এসে বেণু সপ্তসুরে
ভরেছিল চিত্ত মোহ-আবেগে
যাতনার ভার সরে গেছে দূরে।।
শুষ্ক আঁখিতে ঢেলে দিলে বারি
আকাশে বাতাসে মেলে উৎসব
চরম দুর্দশায় তুমি কাণ্ডারী
যেনো,
দীন অন্তরে জাগালে বৈভব ।।