আজ গোপন চুক্তির সন্ধিকাল।
ভিতর দরজা বন্ধ সবখানে
নিজের ঘরে কেবলই সন্তর্পণে
আসা যাওয়া করে আপন নিঃশ্বাস।
আমার কেবলই ভাঙ্গে সেই সন্ধি
সকল দূরত্ব ঘুচিয়ে
সীমানা লঙ্ঘন করে চৌকাঠ পেরোই।
পুরো শহর জুড়ে অস্থির নীরবতা
থমকে গেছে হাট-বাজারের নিত্য কোলাহল
তবুও আমার স্থিরতা নেই কিছুতেই
নিয়ম করে যেমন রোজ সূর্য ওঠে ;
শূন্যের পথ ধরে পাখিরা উড়ে যায়
যেমন করে বয় নদীর স্রোত
এক নিঃশ্বাসে ভাঙ্গি সকল ব্যবধান
যেনো তোমার বাড়ির পথেই
আমার পায়ের চিহ্ন ফোটে ।।
আবার কবে আমার শহর জাগবে
পায়ের দাপাদাপি পড়বে পিছঢালা পথে
সকলের ঘুম ভাঙবে সময় করে
আবার সকলেই ছুটবে কর্মময় রথে ।
পাশ দিয়ে টুংটাং শব্দে ছুটবে রিক্সা
ভীড় ঠেলে জেগে উঠবে প্রভাতে রবি।।
সময় মেনে আজানের ডাক আসবে ছুটে
আমরাও জেগে উঠবো-
শুধু ঘুমিয়ে থাকবে দেয়ালে টাঙানো
হারানো মানুষগুলোর ছবি।।