ভরা পকেট মারলো চোরা
পরলো না তো ধরা
চিকন মাথায় বুদ্ধি অতি
শয়তানে পেট ভরা।

চটাং চটাং লম্বা কথা
যেনো বিষের ফাল
রুক্ষ মেজাজ, কোপন-স্বভাব
ভূত মরিচের ঝাল।

টাকলা মাথার চুল পরেছে
বেশ জমেছে ভুঁড়ি
চোরাই পথে মাল খালাসে
নেই কোনো তার জুড়ি।

সিঁধ কাটতে দক্ষ অতি
ধূর্তামিতে চেতা
জাতের পাতে নেই কোনো দাম
চশমখোরের নেতা।

হাড়-হদ্দ জানি তো সব
চোরার বেটা চোরা
ইচ্ছে করে মন্দ মাথায়
ভাঙ্গি শিলের নোড়া।

পরের ধনে পোদ্দারি তার
নিজের হিসেব নাই
মরলে ব্যাটা পাপের ভারে
কোথায় পাবে ঠাঁই?