অগাধ জলে নৌকা ভাসে, শূন্য চারিধার
ঘুমায় জোনাক, তারার চোখে নামে অন্ধকার।
মেঘ মাদলের শব্দ শুনি, আকাশ ঢাকে মেঘে
রণের বেশে জলের ধ্বনি, নৌকা ছুটে বেগে ।।
মেঘে মেঘে দুঃখ বাড়ে, ঝরে বজ্রাঘাত
গহীন জলে ছড়িয়ে পড়ে চোখের জলপ্রপাত ।।
সূতায় বাঁধা জীবনখানি, এক লহমায় ছিঁড়ে
হারায় যদি মেঘের ভেলায়, চন্দ্রলোকের নীড়ে ?
থাকতো না আর ম্লান বদনে বিষণ্ণতার ছাপ
মুছে যেতো বিষের বেদন, দুঃখ পরিতাপ ।।
বৈরি বাতাস প্রলয় ভুলে পদ্মপেখম মেলে
আঁচল পেতে করতো খেলা প্রণয় সোহাগ ঢেলে ।।
থাকতো না এই ললাট জুড়ে মন্দ ভোষণ ভার
ঘুচে যেতো শূন্য রথের রাতের অন্ধকার ।।
ঐখানে তো পুলক আলো, গগণ জুড়ে তারা
ঐখানে নেই ধূসর মরু, সন্ধ্যা নামার তাড়া ।।
দিবস ভরা পুঞ্জ জ্যোতি পূর্ণ চাঁদের রাত
যে টানে এই জীবন তরী, জানাই প্রণিপাত।।