শুনেছি, কোনো এক অন্ধকারে হারিয়ে গেছ তুমি
বহুদিন সকলের অলক্ষে
ঘর ছেড়ে বেডিয়েছিলাম তোমার খোঁজে
তোমায় কোথাও খুঁজে পাইনি।
আলো ফোটার আগেই আবার ফিরে এসেছি ঘরে।
জানিনা তবে কোন্ অন্ধকারের অতল সেটি
যেখানে যেতে যেতে
তোমায় খুঁজতে খুঁজতে
আমার দুই চোখই অন্ধ হবার উপক্রম।
তুমি তো অন্ধকারের মানুষ ছিলে না?
চিরকাল তোমায় দেখেছি সূর্যের মতই
সূর্য ডুবে গেলে চাঁদ হয়েছো
আকাশে মেঘ জমলে চুপিচুপি এসে
দাঁড়িয়েছ মাটির প্রদীপ হাতে।
কী মোহে সব আলো নিভিয়ে দিয়ে
ছুটে গেলে চির আজানা ঐ অন্ধকারের প্রতি??