কোলাহল আর ঝড়ো বাতাসের শব্দে
ঢাকা পড়ে থাকে এক ধর্ষিতার রোদন
কেউ কি দেখেছো কোন মরুময় ভূমে
রোপিত হলো তার মৃত স্বপ্নের বেদন !!
দিকে দিকে করে শকুনেরা আস্ফালন
রৌদ্র তাপে ছাই হয় পৃথিবীর আকাশ
পাথরের বৃষ্টি ঝরে তৃষ্ণার্ত মাটির বুকে
অগ্নিচোখে দেখো দানবের দম্ভ প্রকাশ ।।
অভাগী চলে দীর্ঘ নিঃশ্বাসের পথ বেয়ে
ঝড় আর বজ্রের তান্ডব চলে ভাঙ্গারথে
কবে সে দাঁড়াবে ঘুরে অসীম সাহস ভরে
মহাপাপিষ্ঠ বধের খড়গ তুলে নেবে হাতে ।।
নির্ঘাত মৃত্যুতেও সজোরে করবে চিৎকার
নিঃশেষিত কালে জ্বলে উঠবে দাবানল
নীরব জনতার পায়ের মাটি উঠবে কেঁপে
চির সংকটেও নারী তুই থাক অবিচল ।।
মিলবেনা ভরসা, নেই নিরাপদ আশ্রয়
সবখানে তোর পাতা অন্ধকার মৃত্যুফাঁদে
জেগে উঠ ঝড়ের তান্ডবে কোলাহল ভেঙ্গে
সাহস নিয়ে বাঁচ নইলে মরবি কেঁদে কেঁদে ।।
৩০ আগষ্ট, ২০১৭
ঢাকা, বাংলাদেশ