হেমন্ত-শিশিরে ছাতিমের গন্ধ ভাসে
মুখরিত বায়ু বয় গভীর নিঃশ্বাসে ।।
সপ্তপর্ণী দেবী যেনো সাজে থরেথরে
প্রাণের মুগ্ধতা ফোঁটে সহাস্য অধরে ।।
বিহঙ্গ দোলায় শাখা বাজায়ে হিল্লোল
সুগন্ধি আস্বাদনে প্রাণে দেয় দোল ।।
ছাতিমের নির্যাস মাখে শহুরে আবহ
ক্ষণিক থমকে যায় ইট-পথুরে কলহ ।।
ক্লান্ত দেহ জুড়ায় ছাতিমের ছায়ায়
কোলাহল শান্ত হয় সুগন্ধী মায়ায়।।
সাদা মেঘে থইথই বনো ফুলদল
মায়াবী এ রূপ মন করে যে উতল।।
ভ্রান্তিতে মজে যখন দশদিক কালো
সুগন্ধ বিলায় ফুল, জোৎস্নার আলো ।।
আস্বাদন করি মনে আহা অপরূপ
এ গন্ধে ভেসে আসে ভজনার ধূপ ।।
ছাতিম তলায় থাকি ঘুমে অচেতন
সৌরভে ভরা থাক শান্তি-নিকেতন।।

(আমার বস্ এর অনুপ্রেরণায় কবিতাটি লেখা)

১৮/১১/২০২০