বৃথা রোদন
=======
জানি একদিন ফুরাবেই সকল বেদন, বৃথা রোদন
কিনারে এসে থেমে যাবে ঢেউয়ের নিস্ফল ক্রন্দন ।।
নদীর বুক চিড়ে অজস্র বৃক্ষ পল্লবে জাগবে নতুন চর
সব পাখি আকাশ জুড়ে করবে কল্লোল বাঁধবে ঘর ।।

দুচোখ বেড়াবে অরণ্যে কোথায় থামবে না সীমরেখা
এ যেন অদেখা ভুবনে ফুটে উঠবে নতুন রূপরেখা ।।
শৃঙ্খলিত পায়ে বেজে উঠবে নূপুরের কিংকন ধ্বনি
ঢেউ এসে ধুয়ে দেবে বিচ্ছেদ বেদন, অশুভ বাণী ।।

হেসে উঠবে রবি, সমুদ্রের বুক চিড়ে নীল ঐ গগণে
জানি আর ভাঙ্গবেনা.হৃদয়, বিদ্রোপ আর অভিমানে ।।
এবার জানি মিলবে মোহ মুক্তি, ব্যাকুলতা হবে দূর
কাটবে কোয়াশা, ঘন তমশা, উঠবে রাঙা রোদ্দুর ।।

৫_১_২০১৭
দীঘা