বৃষ্টি রানীর দুঃখের বিলাসিতা
======
প্রতিদিন গভীর রাতে
ঘুমঘুম চোখেও যখন কিছুতেই আমার ঘুম আসেনা
ঠিক তখনি একটা ফোন বেজে ওঠে;
জানতে চায় কি দুঃখ আমার
কেনই বা রাতের পর রাত আমার নির্ঘুম কাটে
কেন বালিসের উপর ব্যথার স্রোত বয়ে যায় ।।
ফোনের এ প্রান্ত ঠিক রাতের মতই নিরব
আমি কিছুতেই ভেবে পাইনা
কোন দুঃখে আমার রাত্রি জাগা
কার জন্য আমার বিরহের গান বাঁঁধা
কোন সে পাষান আমায় রোজ কাঁঁদায়।
আমার ভাবনায় বাধ সাধে ওপ্রান্তের ভারি কন্ঠটি
আবার শুধায়-
""বলো রানী তোমার দুঃখ কিসে??
আমি রোজ খবর নিতে আসি
রোজ ফিরে যাই খালি হাতে
আমার নায়ে তুলে দাও তোমার সকল কথার ভার
এ তরী ভাসতে ভাসতে হারিয়ে যাক গভীর সমুদ্রে
তোমার সকল দুঃখ ডুবে মরুক অতল জলস্রোতে ।।''
আমি আবার ভাবি, কেবলই ভাবি
তবু কিছুতেই খুজে পাইনা
কে দিয়ে যায় আমায় গোপন ব্যথার ভার
কে কেড়ে নেয় আমার দুই দুচোখে ঘুম
কার পথ চেয়ে আমার মুখে কালো মেঘ জমে
বাতাস থামে, শুরু হয় অঝোরে বৃষ্টি ।।
আবার সেই কন্ঠ, এমনি রোজ আসে খবর নিতে
রোজ ফিরে যায় শূন্য হাতে
আমার খবর আর তার জানা হয়না
আমিও জানিনা-
শুধু জানি, আমার চোখে ঘুম নেই
নির্ঘুম কাটে আমার প্রতিটি রাত
ব্যথার স্রোতে গা ভাসাই,
প্রতিদিন বৃষ্টি ভেজা শরীরের গন্ধ মাখি
অমাবশ্যার নৃত্য দেখি জানালায় বসে
ডুবে যাই ভাবনার গহীন সমুদ্রে-
আবারও সেই ফোনটি বেজে ওঠে
আবার শুধায়, " বলো রানী তোমার দুঃখ কিসে!!"
এবার তাকে বলি
সকলে যখন সুখে গা ভাসায়
দুঃখ তখন ভীড় করে আমার বারান্দায়
তাইতো দুঃখ নিয়েই আমার বসবাস
এ যেন আমার রাতদিন দুঃখের বিলাসিতা.....!!!!!
৬ ফেব্রুয়ারি, ২০১৭।
বন্ধু Minakshi Das এর অনুপ্রেরণায় আমার আজকের লেখা