২২ এপ্রিল, আজ ধরিত্রী দিবস!
কবিতা: বৃষ্টিবিহীন দিন
শহর-নগর পুড়ছে রোদে, বৃষ্টি কোথাও নাই
মাঠ চৌচির, কৃষক কাঁদে, পুড়ছে ফসল তাই।
শীতল করা বটের ছায়া, নেইতো প্রাণের বায়ু
প্রকৃতি আজ রুদ্ধশ্বাসে, নিচ্ছে কেড়ে আয়ু ।।
বৃষ্টিবিহীন সকাল দুপুর, প্রাণ করে হাঁসফাঁস
করছে যারা বায়ু দূষণ, করছে জীবন নাশ।
বৃক্ষ নিধন করছে যারা, তারই পরিণামে
স্তব্ধ আকাশ! বাড়ছে খরা, ভিজছে সবাই ঘামে ।।
ক্লান্তিভরা সকল জীবের, বাড়ছে হাহাকার
ভিতর-বাহির সব পুড়ে খাক্, চাই বরষা এবার ।।
নদীর পানি, গাছ-গাছালী, উধাও হলো সব
বৃষ্টিবিহীন ধরায় এবার, থামবে কলোরব।।