বৃষ্টি না এলে পরিত্যাক্ত হবে এই শহর
কে এসে দাঁড়াবে নিদারুণ উত্তাপে ?
আমি জেগে থাকবো রাতভর
দেখবো শহরের কষ্ট কি দিয়ে মাপে !
যারা কেটেছে বৃক্ষ, পুড়িয়েছি মাটি
সজ্জিত কাঁকরে তাপিত করেছে প্রাণ
তারাই ঘোর অপরাধী, অধমের আঁটি
প্রভাত প্রাতে করেছে অমঙ্গল বিধান।
বৃষ্টি না এলে পরিত্যাক্ত হবে এই শহর
দুর্ভাগ্য আঁধারে প্রাণ ওঠে কেঁপে
ধুলার আঁধারে বৃষ্টি আসুক ঝেপে
নইলে ফেটে পরবে শহরের নির্লজ্জ ভাস্কর।।
নিদ্রিত দেবতার, জানি শক্তি অপার
শোনো তবে আজ নিভৃত ক্রন্দন
নইলে এখনই জ্বলবে মহাযজ্ঞ চিতার
বলো এর আছে কি কোনো প্রতিকার!
বৃষ্টি না এলে পরিত্যাক্ত হবে এই শহর
ওরা ভ্রান্ত অসুরের দল, লোভাতুর মন
উন্মাদের বশে উজার করেছে বন
ওরা ক্ষিপ্ত করেছে শান্ত সরোবর ।
চরম দুর্দিন আজ, ক্ষেপা তপন রাজ
কান্তার পথ, তপ্ত গরলে বিষাদিত
যদি না আসে বৃষ্টি, ঘটবে অনাসৃষ্টি
চরম উৎকণ্ঠায় আমরা সকলে ভীত !