বৃষ্টি ঝরার গান
----------
আজকে হঠাৎ বৃষ্টি ঝরা দেখে
মনের ভিতর ওঠলো নতুন সাধ-
ইচ্ছে জাগে পাখা মেলে উড়ি
মেঘের ডাকে ভাঙ্গলো দু:খের বাঁধ।।
ঝরা পাতা ঝরলো ফাগুন বনে -
আমার বনে জাগে সবুজ প্রাণ
ঝিরিঝিরি নূপুর বাজে মনে
যায় শুনিয়ে শ্রাবণ মাসের গান ।।
আকাশ থেকে বাজলো কলরব
বৃষ্টি বুঝি নাচলো রোদের সাথে
আজকে আমার যাক ফুরিয়ে বেলা
সকল আলো মিলবে আজি রাতে ।।
মনে হলো অনেক দিনের পর
আসলো ফিরে দু:খ ভোলার দিন-
এইটুকু সুখ থাকুক সারা রাত
মেঘের কাছে থাকুক আমার ঋণ ।।
আজকে আকাশ যতই কালো হোক
চাঁদের আলো নাইবা এলো ঘরে -
চোখের পাতা রাঙবে সারারাত
স্বপ্ন দেখে রাতের অন্ধকারে ।।
২৪ ফেব্রুয়ারি ২০১৬।