বঙ্গবন্ধু মানে অগাধ সাহস
মুক্তির অভিপ্রায়ে জাগা চেতনা
বঙ্গবন্ধু মানে বিজয় উল্লাস
ভাঙ্গে বিশাদ মনের বেদনা ।।
বঙ্গবন্ধু মানে সততা-নিষ্ঠা
যার প্রকৃতি সুকোমল-উদ্যম
বঙ্গবন্ধু মানে আদর্শ  পিতা
তিনি সকল পুরুষের উত্তম ।।