নিভৃত এই রজনী পুহায় না যেনো আর
অন্তরালে লুকিয়ে থাকে দুঃখসম ভার
দিগন্তের ঐ অস্তাচলে বাজে হাহাকার
বিষন্ন পথ জুড়ে নামে ঘোর অন্ধকার ।।
কণ্ঠনালী রুদ্ধ করে কে ঢেলে দেয় বিষ
মৃত জরা বুকে বাজে ক্রন্দন সুরে শিস্
বোধের যজ্ঞে বলি হলো না বলা সব কথা
কে এসে যে মর্মপিড়ায় গাঁথে বিলাপপ্রথা ।।
তার স্মৃতি ভরা থাকে তবু অন্তরমম
দিবানিশি চেয়ে কাটাই সূর্য্যমুখীসম
স্তিমিত আঁখি পল্লব, তনুদেহ অঙ্গার
বিরহ গান গেয়ে বাধি এ মহাসংসার ।।