চরম গ্লানির ঘূর্ণিতে খুলে গেছে বসন
সকলেই লাজলজ্জা দিয়েছে বিসর্জন
কোথায় আছো তরুলতা, ছায়া বৃক্ষতল
ঢাকো এসে পরনারীর বিক্ষুদ্ধ নয়ন ।।

বুকের মধ্যে নিঃশব্দে বাজে গম্ভীর আওয়াজ
তীক্ষ্ণ নখরাঘাতে ভাঙ্গে দেহো-কারুকাজ
বীভৎস কালো অন্ধকারে ঢেকে যায় নগরী
নষ্টদের ভীড় বাড়ে, চোখে আগুন পোড়া বাজ।।

ভয়াবহ অগ্নিবাণেও করে না যেই ক্ষতি
তারও চেয়ে অহরব ঘটে দুর্মতি
ঘৃণায় ও দুঃখ-ক্লেশে কেঁপে উঠে ভূমি
গভীর ক্রোধে বাড়ে হৃদস্পদের গতি ।।

ওরা মানুষ নাকি পাপাত্মা, জাগে সন্দেহ
যারা উল্লাসে মাতে, করে বিবস্র দেহ
অধর্মের পাপ-কাম হোক বন্ধ , নয়তো
মারণাস্ত্র হাতে আসবে লৌহমানক কেহ !!


রচনাকাল: ৯ অক্টোবর, ২০২০।