ভয়াল সেই কালো রাত
----------
এমন নির্মমতা আগে কখনো দেখেনি কোনো মানুষ
সেদিন ভরেছিল বাতাস মৃতের করুণ অর্তনাদে
রক্তের স্রোতে ভরেছিল পদ্মা-মেঘনার স্বচ্ছজল
বীর বাঙালি জেগেছিল সেদিন খুনের প্রতিবাদে।।
হানাদার বাহিনীর আগুনে পুড়েছিল তাজাপ্রাণ
কলঙ্কিত হয়েছিল সভ্যতার সাজানো ইতিহাস
আজো বাতাসে ভাসে সেই পোড়া বারুদের গন্ধ
সেই স্মৃতি কেউ যাইনি ভুলে, ভুলিনি মৃত্যুর ত্রাস।।
স্বাধীনতা রুখতে খুনের নেশায় মেতেছিল ওরা
কেড়ে নিয়েছিল বাঙালির মুখের বিজয়ের গান
আজ বাংলার আকাশ জেগেছে উজ্জ্বল তারায়
জন্ম হয়েছে আরো লক্ষকোটি তরুন তাজাপ্রাণ।।
অন্ধকারে জেগে উঠেছিল হানাদারের হাতের অস্ত্র
মুহূর্তেই মৃত্যুর আর্তনাদে ফেটে পড়েছিল ঘুমন্ত নগরী
আজও ইতিহাসের পাতা ভেসে যায় রক্তের প্লাবনে
দেশমাতার অসম্মানে বাজে শহীদের আহাজারি।।
এমন কালোরাত আগে কখনো আসেনিতো পৃথিবীতে
লজ্জায় ঘৃণায় মুখ লুকিয়েছিল আকাশে সব তারা
এমন নির্মমতায় নির্বাক ছিল যত গান আর যত কবিতা
কালোমেঘে উঠেছিল ভারী গর্জন, ভয়ে দু'চোখ নিদ্রাহারা।।
হানাদারের হাতে লাঞ্ছিত হয়েছে কত মা-বোনের সম্মান
ওদের বিরুদ্ধে আজ জানাই ঘৃণা আর অজন্ম ধিক্কার
সব দেশ থাকুক কলঙ্কমুক্ত, সব রাত হোক নির্ভয়ের
আর যেন না জন্মে পৃথিবীতে জঘন্য পাপী কুলাঙ্গার।।
২৫ মার্চ ২০১৭।
ঢাকা বাংলাদেশ