ভীষণ দুর্ভিক্ষ চলছে দেশে
রুচির দৈন্য দশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে
হাজারে নয়, কোটি কোটি মানুষ!
মানবতার হাহাকার আর দীর্ঘ নিঃশ্বাস
দেশের শীতল বায়ুমণ্ডলের মধ্যে
একটা অসহায় অস্থিরতা তৈরি করেছে।
বিবেকের ভাণ্ডার প্রায়ই শূন্যের কোঠায়।
অত্যাধিক যন্ত্রণায় কাতরাচ্ছে সবাই
ঘুমের মধ্যেও ক্ষুধার্ত মানুষের চিৎকারে
ঘুম ভাঙছে আরেক ক্ষুধার্ত শিশুর।
শিশু থেকে বৃদ্ধ কারোরই নিস্তার নেই
মানুষ কোন্ দোষে আজ অভিশপ্ত!!
পিশাচের ভয়ঙ্কর রক্ত থাবা
উদর থেকে মস্তিস্ক পর্যন্ত নিঃশেষ করেছে
জীবনে যা ছিল সঞ্চয়, শ্রেষ্ঠ উপাদেয়
শকুনের অনুসন্ধানী চোখ খুবলে খেয়েছে
মানবিকতা-
এই মানবের দেশ দানবে ভরে গেছে
জেগে আছে কঙ্কালসার, শীর্ণ জীবনবোধ
চেয়ে থাকা স্থল অভাবী দৃষ্টি
দুই হাতে নিয়ে ভিক্ষাভান্ড।
ইচ্ছে করে ডেকে বলি-
দেখো শব্দের বীজ বুনেছি
কবিতার কিছু রসদও আছে
এসো, খেয়ে জীবনের তৃষ্ণা মেটাও
ভুলে থাকো ক্ষুধার্ত উদরের ব্যথা
আরও কিছু দিন না হয় বাঁচো
একটু শান্তিতে ।