ভাষা আনে প্রাণে স্বপ্নের সুধা
ভাষায় রচি কত কবিতা ও গান ;
এই ভাষা যদি না হতো স্বাধীন
সব হাসিমুখ হয়ে যেতো ম্লান ।।
এই ভাষা থাকে বাঙ্গালীর মুখে
এই ভাষা শুনে শিশু কথা কয়
ভিনদেশী ভাষা, হোক যত ভালো
এর চেয়ে বেশী নয় মধুময় ।।
এই ভাষায় আছে গৌরব-গাঁথা
মায়ের কান্না ছেলে হারা শোকে
এই ভাষা আমাদের চির গর্বের
এই ভাষা অমর হয়ে-
থাক্ লোকেলোকে।