ভালবাসার জীবন
========
শেষ যাওয়াটি এমনিই যদি হয়
ঠোঁটের কোনে উঠবে ফুটে হাসি
মাটির পরে রইবে  নীরব দেহ
জড়িয়ে সবাই বলবে ভালবাসি ।।

সবার চোখে পড়বে শোকের ছায়া
ছাড়ব আমি সকল মায়ার বাঁধন
সেদিন আমার জল ফুরাবে চোখে
মরণ ডেকে   করবে  নিমন্ত্রণ ।।

হাজার লোকের জমবে কোলাহল
আমার কেবল র'বে নীরবতা
শেষ কথাটি ঘুরবে লোকের মুখে
মাটির কবর বইবে আমার ব্যথা। ।

সেদিন আমার থমকে যাবে পথ
আর রবেনা নতুন পথের নেশা
সবাই আমার হাতটি দেবে ছেড়ে
নতুন করে জাগবেনা আর আশা।।

আমি তখন জানবো মনে মনে
যাচ্ছি চলে আবার ফেরার ছলে
শেষ বেলাতে আবার হাসবো আমি
আর সকলে ভাসবে চোখের জলে।।

আবার যদি আসি এ পথ দিয়ে
হয়তো সেদিন কেউ নেবেনা চিনে
নতুন নামেই রইবো লোকের মাঝে
এমনি বুকে লইবে সবাই টেনে ।।

শেষ যাওয়াটি হয় যদি গো সুখের
বারে বারে আসবো আমি ফিরে
মাটির মানুষ রইব মাটি মেখে
ভালবাসায় উঠবে জীবন ভরে ।।

১৮ মার্চ, ২০১৭।
ঢাকা, বাংলাদেশ।