মেঘ সরিয়ে পূব আকাশে হাসলো ঈদের চাঁদ
মুছে গেল হৃদয় থেকে সকল অবসাদ ।।
ঈদ এসেছে বার্তা পেয়ে উঠলো নেচে মন
সবার ঘরে সুখের পাখি উড়ছে সারাক্ষণ ।।
মনের সুখে খোকাখুকি পরলো নতুন সাজ
গরীব দুঃখি রইল মিলে নাই ভেদাভেদ আজ।।
পাড়া পরশী সবার সাথে করছে কোলাকুলি
মান অভিমান যা ছিল সব আজকে সকল ভুলি ।।
কেউ যদি আজ থাকে দুঃখে কেমনে আমরা হাসি
আজকে এসো সব মানুষকে শুধুই ভালোবাসি ।।
ভাগ করে লই সবার সাথে ঈদ খুশির এই দিন
না যেন কেউ থাকে দুঃখে না থাক্ দীনহীন । ।
যাদের ঘরে সুখ আসেনা দুঃখ চির সাথি
ঘুচিয়ে দেবো এক নিমিশে তাদের আঁধার রাতি ।।
এমন খুশির আমেজ নিয়ে কাটুক সারাবেলা
ভাসিয়ে দিলাম সবার তরে ঈদ আনন্দ ভেলা।।
ভালোবাসা সবার ঘরে থাকুক বারো মাসে
ছোট বড় সবাই যেন এমনি সুখে হাসে ।।
বিলিয়ে দিয়ে নিজের হাসি পরের দুঃখ ভুলাই
সবাই মিলে ঈদের গানটি এক সুরেতে গাই ।।
ঈদের খুশি সবার সাথে করবো ভাগাভাগি
না যেনো কেউ থাকে পথে না থাকে অভাগী ।।
রইলো যারা পথে পড়ে বইছে ক্ষুধার ভার
মিটিয়ে দিয়ে তাদের ক্ষুধা ভুলবো অহংকার।।
ভালোবাসার ঈদের দিনে কেউ রবো না পর
বন্ধু হয়ে, আপন হয়ে কাটবে জীবন ভর।।
ভুলে যাবো হিংসা বিদ্বেষ রাখবো না আর মনে
কোরবানের এই মহৎ বাণী জপবো ক্ষনে ক্ষনে ।।
১৫ জুলাই, ২০১৮।
ঢাকা বাংলাদেশ
ছড়াটি ২০১৮ সালের রমজানের ঈদে এটিএন বাংলা টিভি চ্যানেলে শিশু শিল্পিরা আবৃত্তি করে।