ও মেয়ে তুই ঝিনুক হবি ?
সাত সমুদ্র গভীর তলে ?
নাকি হবি শাপলা শালুক ?
ভাসবি সুখে ঝিলের জলে !!
চাস যদি ঐ ঝরণা হতে
গান শুনাবি পাথর বুকে
রইবো আমি স্রোতে ভেসে
বৃষ্টির ধারা লইবো মেখে ।।
চাস যদি তোর সঙ্গে যাবো
পথের বাউল হবি নাকি
বহু দিনের ইচ্ছে আমার
একতারাটা ছুঁঁয়ে দেখি ।।
ও মেয়ে তুই কষ্ট হবি ?
নাকি হবি সুখের স্মৃতি ?
আয় কাছেতে হবো দুজন
দুঃখ সুখে পথের সাথী ।।
মেঘ হবি কি ঐ সুদূরে
হাসবি খেলবি উড়ে উড়ে
কাছে এসে হাতটি বাড়া
ইচ্ছে দেবো দুহাত ভরে ।।
যখন কোন একলা দুপুর
কাছে পেতে ইচ্ছে জাগে
তুই কি হবি বটের ছায়া
চাইবো তোকে সবার আগে !!
ও মেয়ে তুই অন্ধরাতে
আমার চোখের দৃষ্টি হবি?
আমার দেখা বিশ্বটাকে
সাদা পাতায় আঁকবি ছবি !!
একবার যদি হতে পারিস
যেমনটি চাই মনের মত
আর ভাবনা থাকবো ভুলে
তোকেই ভাববো অবিরত ।।
৫ সেপ্টেম্বর ২০১৬