শিশুতোষ ছড়া
“বাংলা ভাষা"
==================
বাংলা ভাষায় বলবো কথা
গাইবো প্রানের গান;
বাংলা আমার মায়ের হাসি
সুধায় ভরে প্রাণ।।
কত যে সুখ লাগে, যখন
মা মা বলে ডাকি
এই ভাষাতেই পরান দোলে
গায় যে ভোরের পাখি।।
বললো ওরা উর্দু ই হবে
এই বাংলার ভাষা
মান বাঁচাতে করলো লড়াই
ছাত্র শ্রমিক চাষা ।।
অনেক রক্ত, অনেক জীবন
ঝরলো পথের পরে
তবেই হলো বাংলার জয়
বাংলার প্রতি ঘরে।।
হয়নি বীরের মুখখানি ম্লান
মৃত্যুর অন্ধকারে ;
মায়ের হাসি ফিরে পেলো
যুদ্ধের অঙ্গিকারে।।
না মেনেছে ওদের দাবী
না মেনেছে হার
জীবন দিয়ে ফিরিয়ে দিলো
ভাষার অধিকার।।
শ্রদ্ধা জানাই তাদের যারা
রাখলো ভাষার মান
ভাষার জন্য লড়াই করে
সপে দিলো প্রাণ ।।
মায়ের ভাইয়ের স্বপ্ন যত
রাখবো মাথার পরে
বুক ফুলিয়ে বাঁচি সবাই
ভাষার অহংকারে ।।
চির সবুজ রাখবো স্বদেশ
মিলবো পরম সুখে;
মরণ কালেও বাংলা বুলি
বলবো মুখে মুখে।।
সূর্য রাঙ্গা লাল পতাকায়
দেখি মুক্তির স্বাদ;
আবার যদি আসে আঘাত
করবো প্রতিবাদ।।
জগৎজুড়ে গাইছে সবাই
মার্তৃভাষায় জয়;
অন্য ভাষায় বললে কথা
আর কি মধুর হয় ?
ভাষার দাবী মিটিয়েছিল
প্রাণের মায়া ছেড়ে;
এই ভাষাকে রাখবো বুকে
নেবেনা কেউ কেড়ে।।
শহীদ সুখে ঘুমিয়ে থাকো
লক্ষ তারার মাঝে
আমরা আছি, সবার তরে
জাগবো সকাল সাঝে।।
১৮/২/২০১৮