যেই শিশু আজ জন্ম নিল
ফুটলো মুখে হাসির বোল্ ;
সেই হাসিতে বাংলা ভাষা
চাঁদের মত খাচ্ছে দোল্ ।।

জন্ম থেকে এই ভাষাতেই
দুঃখ সুখের গল্প বুনি ;
এই ভাষাতে মায়ের মুখে
খোকন সোনা ডাক যে শুনি ।।

চোখ জুড়ানো শ্যামল মাঠে
রাখাল ছেলে গায় যে গান ;
সেই গানেতে শান্ত  দুপুর
পাখ-পাখালির জুড়ায় প্রাণ ।।

জগত জুড়ে হাজার ভাষা
এমন মধুর হয় কি বুলি  ?
এই ভাষাতে জুরায় পরাণ
মায়ের গানে দুঃখ ভুলি ।।

এই ভাষাতে লিখলো কবি
পদ্য-গদ্য-চারণগীতি
বর্ণমালার বিদ্যাযোগে
বাড়লো জ্ঞানীর পরিচিতি ।।

এই ভাষাকে কেড়ে নিতে
সেদিন যারা করলো হানা
সোনার ছেলে জীবন দিয়ে
সেই দানবের ভাঙ্গলো ডানা ।।

নিজের জীবন তুচ্ছ করে
রাখলো ধরে ভাষার মান
সালাম-রফিক-বরকত  ওরা
লক্ষ মায়ের নওজোয়ান ।।

প্রভাত ফেরির লাখো জনতা
দিচ্ছে ঢেলে ফুলের ঘ্রাণ
তাদের জন্য ভিজছে দুচোখ
করলো যারা জীবন দান ।।

কান্না ভরা মায়ের বেদন
ভুলিয়ে দিবো আমরা আজ
আমরা হবো সোনার ছেলে
খুলবো তোমার শোকের সাজ ।।

চোখের জলে আর দেবোনা
ভিজতে তোমার রাঙ্গা শাড়ি
তোমার দোয়া দিও, যেনো
সকল বাঁধা রুখতে পারি ।

বর্ণমালায় তোমায় গলায়
পরিয়ে দেবো সোনার হার
এই ভাষাতে বাঁচবো, আবার
মরবো হেসে বারংবার ।।

তোমার ছেলে যায়নি মরে
আর কেঁদো না চোখের জলে
তোমায় আঘাত আনবে যারা
লড়বো আমরা দলে দলে ।।

তোমার কোলে জন্ম নিয়ে
তোমার কোলেই যাবো মরে
এই ভাষাকে ভালোবেসে
নতুন প্রভাত আনবো ঘরে ।।

বাংলা আমার প্রাণের ভাষা
প্রথম বুলি, মধুর হাসি
মায়ের মতই এই ভাষাকে
সবার থেকে ভালোবাসি ।।

১৮ ফেব্রুয়ারিম ২০২০।
ঢাকা, বাংলাদেশ।