আজ কবিতা দিবস-
মনের যত ক্ষোভ, যত বেদন
বিক্ষোভে ফেটে পরুক কবিতার অক্ষরে;
যুগে যুগে এই আন্দোলন অনিবার্য-
যতক্ষন মন শান্ত না হয়,
প্রতিবাদের ঝড় উঠুক বক্ষ পরে ।।
আজ কবিতা দিবস-
স্বেচ্ছাচারীকে নির্বাসন দাও , তারপর
গভীর হর্ষে পালন করো কবিতার উৎসব;
চিতার আগুনে জ্বালাও ওদের দৌরাত্ম্য
যত উৎপীড়ক, দজ্জাল আর জুলুমের বৈভব ।।
আজ কবিতা দিবস-
বর্শা বিদ্ধ করো ঐ আগুন রাঙ্গা চোখে
যেই চোখের অশুভ ইঙ্গিতে বিক্ষিপ্ত হয় মন;
যেই কুরূপ দেখতে দেখতে জীবনে নামে ঘোর
ক্ষিপ্র বাসনা; হোক তার জীবনে যত অঘটন ।।
আজ কবিতা দিবস-
ভালোবাসার জয়গান বাজুক কবিতার অক্ষরে
বৃষ্টি-বাদলে, পৌষালি উৎসব করুক ঝলমল;
উদরের দাহে আলোময় হয়ে উঠুক ক্ষুধার রাজ্য
অন্ধকার ভেদ করে দুর্গম পথ হোক সুনির্মল।
আজ কবিতা দিবস- অভিবাদন হে কবি,
হাস্যরসে, প্রণয়যোগে লেখা হোক মহাকাব্য
অমৃত বর্ণে শিশির ছড়াও ধূলার পরে;
খণ্ডিত করো বিশ্বের উচ্ছৃঙ্খল বাসনা, অনাচার
শ্লোকের মাধুর্যে শুষ্ক মরুতে যেনো বৃষ্টি ঝরে ।।
রচনাকা : ২১/০৩/২০২২