মধ্যরাতে ঘুম ভেঙ্গে যায় বারবার
পায়ের শব্দ কেবলই শুনি তার ।
এপাশ ওপাশ খুঁজে মরি তারে হায়
প্রেমে সে যে সাধে কোন্ ছলনায় ।
নিয়ম মেনে প্রতিদিনই আসে ভোর
আপন মনে খোলে যায় বন্ধ দোর ।
তারে চেয়ে চেয়ে কাটে দিনমান
বিরহ যে বিশাল, আসমান সমান।
তারে ভুলিবার পথ নাই নাই আর
সে আমার অনন্ত সুখের আধার।
অবুঝ মনের কত কথা রয় বাকি
কোন্ পথে সে দিয়ে যায় বলো ফাকি।
সে আমায় একেবারেই ভোলে যদি
তবুও
তারে আমি চাই আজন্ম, নিরবধি ।।