প্রতিটি দীর্ঘশ্বাস থেকে বেড়িয়ে আসা এক একটি শব্দ
ঝাপসা হয়ে যায় নোনাজলে
ক্ষয়ে যাওয়া বোধে না জাগে চেতন
বিনষ্ট হয়ে যায় কবিতার সব উপাদেয় ;
চোখের জ্যোতিতে কেবলই ব্যথা ভরা ক্রন্দন
সবুজ নিসর্গ ঢেকে দেয় বিষাদের ছায়া
শূন্য কবিতার খাতায় শুধু একটাই দাবী লেখা
“এর চেয়ে মৃত্যুই অধিক শ্রেয় ।”