বহুদিন পর কবরের শক্ত মাটি থেকে
টেনে তুললাম দু’পা, ভুলে গেলাম ব্যথা;
আস্তে আস্তে এগিয়ে গেলাম বাইরে
ফুলের গন্ধ চারপাশ-
ছুঁয়ে গেল অদমিত অপরাজিতা ।।
চারিদিকে আনন্দ কোলাহলে
যেনো নীরস-বিষণ্ণ মনে ঘটে গেল
ছন্দেভরা চৈতন্যোদয়;
আমি খুঁজে বেড়াই পান্থজনে,
যার আহ্বানে সাড়া জাগতো বনে-
হতো বৃষ্টিমাখা সূর্যোদয় ।।