কোনো কিছুতেই মন ভালো থাকে না আর;
বেঁচে থাকাতেও যেনো নেই কোনো অহংকার;
প্রতিদিন রোদ আসে উঠুন জুড়ে,
তবুও মনে হয় চারপাশে যেনো
রাত নেমে আসে বারবার ।।